যশোরে পুকুরের পানিতে ডুবে দেড়বছরের শিশু পুত্র সোয়াদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর সদর উপজেলার শাহাপুর আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সোয়াদ ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
সোয়াদের পিতা কান্না জড়িত কণ্ঠে জানান, বেলা ১২টার দিকে সোয়াদ বাড়ির সামনে উঠানে খেলা করছিল। এ সময় সে খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে তাকে খুজা খুজি করলে শিশুটির মরদেহ পুকুরে ভেসে থাকতে দেখে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতারে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক শফিউল্লাহ সবুজ জানান, হাসপাতালে আসর আগে তার মৃত্যু হয়েছে।