কেশবপুরে শোক দিবস উপলক্ষে যুবলীগের রক্তদান

যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের উদ্যোগে ৪৩ তম জাতীয় শোক দিবস উপলক্ষে সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার পাইলট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ।

বক্তব্য রাখেন- উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান, প্রতিমন্ত্রীর ছেলে তানভির সাদেক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ আবু শাহীন, আওয়ামীলীগের দফতর সম্পাদক মফিজুর রহমান মফিজ, যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু, গৌরিঘোনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক আসাদ মোল্লা, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আল আলাল দিলু, যুগ্ম আহবায়ক আল হেলাল, যুবলীগ নেতা কাজী আলমগীর, জয় ভদ্র জগাই, লিপন গাজী প্রমুখ।

অনুষ্ঠানে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের ৫৫ জন নেতাকর্মী সেচ্ছায় রক্তদান করেন।