যশোরের ঝিকরগাছায় সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের জামা বিতরণ করেছে জিরো টিম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার সকালে উপজেলার ফুটবল মাঠে ৩০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ মিঠু, ট্রেজারার তাইজুল ইসলাম তাজ, ঝিকরগাছা কমিটির সহ-সভাপতি আফজাল হোসেন চাঁদ, সেক্রেটারি সাকিবুজ্জামান লিমন।
আরও উপস্থিত ছিলেন- অন্তু, আকাশ, চন্দন, মাসুদ, কৌশিক, রিংকু, আসাদুল, আবির, সবুজ, নদী, মিথিলা, অথি, বখতিয়ার, তন্ময়, নাহিদ, রিমি, বাবু, রাজ, রুহিত প্রমুখ।
এর আগে সোমবার ৫০ জন নবজাতক বাচ্চাদের ঈদ উপহার দিয়েছে জিরো টিম। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বাচ্চাদের ঈদ উপহার দেওয়া হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবাশীষ তরফদার, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বর্ণ, যশোর জেলার সভাপতি আল-আমিন, সহ-সভাপতি মোস্তফা বখতিয়ার, সদস্য নদী, মিথিলা, অথি, সবুজ, তাজ, তিতু, রঞ্জু, মইন, শিমুল, ছাকিব, আমান, রনি, শাওন প্রমুখ।
ঈদ উপহার হিসেবে প্রত্যেক নবজাতকের পরিবারকে ১ টি করে মশারি, স্যাভলন, ডেটল সাবান, ঈদের জামা
ও গামলা দেওয়া হয়।