যশোরের কেশবপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে পিতা খুন হয়েছে। পুলিশ ঘাতক ছেলেকে আটক করেছে।
জানা গেছে, কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কেশবপুর গ্রামের রেজাউল করিম ওরফে রেজু মিন্ত্রি (৬০) এর সাথে তার ছেলেদের পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে ছেলে রুহুল আমিন (২৩) লোহার সাবল দিয়ে পিতার মাথায় আঘাত করলে পিতা ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘাতক পুত্র রুহুল আমিনকে আটক করে।
কেশবপুর থানার ওসি (তদন্ত) শাহজাহান আহমেদ জানান, ঘাতক রুহুল আমিনকে আটক করা হয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে