যশোরে পরকীয়ার জের ধরে গৃহবধূ খুন

যশোরে কল্পনা (৩৭) নামে স্বামী পরিত্যক্তা এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত কল্পনা তিনি যশোর সদরের কিসমত নওয়াপাড়ায় রজনীগন্ধ্যা তেল পাম্পের পেছনে দুই মেয়েকে নিয়ে একটি বাড়িতে থাকতেন। তার সাবেক স্বামীর নাম কাজী পলাশ। তার দুই মেয়ে পড়াশোনা করে।

যশোর উপশহর পুলিশ ফাঁড়ির পুলিশ কনস্টেবল রেজা বলেন, পরকীয়ার জের ধরে খুন হয়েছে কল্পনা। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, ওই বাড়িতে মেয়েসহ তিনি ভাড়া থাকতেন। মেয়েরা পাশের ঘরে ছিল। তবে মেয়েরা বিষয়টি বুঝতে পারেনি বলে জানিয়েছেন।

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, পরকীয়ার জের ধরে খুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা ওই নারীকে খুন করে বাড়িতে ফেলে রেখে গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।