বেনাপোলে ৮৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার

বেনাপোল পোর্ট থানার গওড়া গ্রামের মাঠ থেকে ৮৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোর বেলায় ফেনসিডিলের এ চালানটি আটক হয়। তবে কোন আসামি আটক করতে পারেনি।

৪৯ বিজিবি লে. কর্নেল আরফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের গয়ড়া মাঠে অভিযান চালিয়ে ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়। উদ্ধারকারী অভিযানে নেতৃত্বে দেন ৪৯ বিজিবির আমড়াখালী চেকপোষ্টের হাবিলদার আনিস। উদ্ধারকৃত ফেনসিডিল যশোর বিজিবি ক্যাম্পে জমা করা হবে বলে তিনি জানান।