বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বাঘারপাড়ার যাদবপুরে দোয়া মাহফিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ৪টার দিকে যাদবপুর ক্লাব মাঠে স্থানীয় যুবলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অমিয় কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শুভংকর বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার টফি, সাবেক সিনিয়র সহ-সভাপতি আজাদ মুন্সী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রব মুন্সী, যাদবপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আখতারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা মাসুদ রানা।