নেতার মৃত্যু হতে পারে কিন্তু আদর্শের মৃত্যু হতে পারে না: এমপি মনির

যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, ‘নেতার মৃত্যু হতে পারে কিন্তু সংগঠন বেঁচে থাকলে আদর্শের মৃত্যু হতে পারে না।

মঙ্গলবার বিকেলে ঝিকরগাছার গঙ্গানন্দপুর ও মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি মনির বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকা-ে সবচেয়ে বেশি লাভবান হয়েছিলো বিএনপি-জামায়াত। তাই খুনিদের বিচার না করে তাদেরকে পুরস্কৃত এবং পুনর্বাসিত করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এমনকি এ হত্যার বিচার যাতে না হয়, সে জন্য একটি আইন পাস করেছিলেন তিনি (জিয়া)।

তিনি বলেন, ‘জিয়ার ছেলে তারেক জিয়া লন্ডনে বসে এখনও বিভিন্ন ষড়যন্ত্রে অব্যাহত রেখেছে। তার (তারেক জিয়া) ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ আর সফল হতে দিবে না।’

মনিরুল ইসলাম বলেন, ১৯৭৫ সালে জাতিরজনককে হত্যার ঘটনা বাঙালির কপালে কলঙ্কের কালিমা লেপন করে দিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের ফলে বঙ্গবন্ধু হত্যার বিচার করে জাতি আজ কলঙ্কমুক্ত। আলোর পথে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। উন্নয়নের এ ধারা আরও টেকসই করতে জননেত্রীকে ভোটের মাধ্যমে পুনরায় সরকার গঠন করার সুযোগ করে দিতে হবে।

মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান উল্লাহর সভাপতিত্বে ও গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বদর উদ্দীন বিল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম মিয়া, পৌরমেয়র নূর উদ্দিন আল-মামুন হিমেল, ঝিকরগাছা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শাহিন-উল কবির, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ঝন্টু, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, চৌগাছা পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, চৌগাছা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা আমির হোসেন ম্যানা, কামরুজ্জামান চুন্নু, শফিয়ার রহমান, কাওসার, মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের আহ্বায়ক মফিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবু সাঈদ মিলন, মোমিনুর রহমান সুমন প্রমুখ।