যশোরের খাজুরায় জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেতালপাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর বিশ্বাসের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিত রায়।
বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আমির বিশ্বাস। ছাত্রলীগ নেতা শিমুল পারভেজের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, জহুরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম ছরোয়ার, মুক্তিযোদ্ধা কাজী ফারুক হোসেন, মাষ্টার আতিয়ার রহমান।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নেছার উদ্দিন, রুবেল রানা, নুর মোহাম্মদ পাটোয়ারী, সমীর রায়, ডাঃ মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, শেখ জাকির হোসেন, যুবলীগ নেতা লেন্টু রায়, রয়েল হোসেন প্রমুখ।