জাতীয় শোক দিবস উপলক্ষে লেবুতলা ইউনিয়ন ছাত্রলীগের দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত

নানা আয়োজনের মধ্যে দিয়ে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন ছাত্রলীগের জাতীয় শোক দিবসের কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দিনব্যাপী এই কর্মসূচির মধ্যে সকাল ১০টায় সেচ্ছাসেবী সংগঠন আস্থার সহযোগীতায় সেচ্চায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্নয় এবং বৃক্ষ রোপনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। বিকালে লেবুতলা তেঁতুলতলা বাজারে লেবুতলা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রুহুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি নিয়ামতুল্লাহ।

ইউনিয়ন ছাত্রলীগ নেতা শামীম ও শাওনের উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সরকারী এমএম কলেজ শাখা ছাত্রলীগের সম্পাদক তহিদুর রহমান তহিদ, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোমেল হোসেন ও তসলিম জামান আকাশ, শহর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সালাউদ্দিন কবির পিয়াস, লেবুতলা ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, যুবলীগের সম্পাদক তহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের রতন, টিটো, রাব্বি, জিসান প্রমুখ।