মানুষের অন্তরে বঙ্গবন্ধুর নাম চিরদিন থাকবে: এমপি মনির

যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, ‘বঙ্গবন্ধু মানুষকে অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন। তিনি মৃত্যুবরণ করেন নাই। মানুষের অন্তরে বঙ্গবন্ধুর নাম চিরদিন থাকবে। মানুষের মৃত্যু হয় কিন্তু আদর্শের মৃত্যু হয় না।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে চৌগাছার বেড় গোবিন্দপুর ব্র্যাক স্কুল মাঠে গ্রামবাসী আয়োজিত ‘আলোচনা ও দোয়া অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছিল, দেশ থেকে তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছিল। এমনকি এ হত্যার বিচার যাতে না হয়, সে জন্য একটি আইন পাস করা হয়েছিল।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য চক্রান্তকারী বার বার চেষ্টা করেছে। জনগণের ভালবাসায় আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে বাঁচিয়ে রেখেছেন।’

যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ষড়যন্ত্রকারীদের সেই চক্রান্ত থেমে যায়নি। এখনও পর্যন্ত দেশি ও বিদেশি চক্রান্ত চলছে। আমাদের সর্বত্র সজাগ থাকতে হবে।

এমপি মনির বলেন, বঙ্গবন্ধু যে দেশ দিয়ে গেছেন সে দেশ ২০৪১ সালে এশিয়ার মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে রাস্ট্রীয় ক্ষমতায় আনার আহ্বান জানান।

৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান কবির, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, পৌর কাউন্সিলর শাহীনুর রহমান, আতিয়ার রহমান, সিংহঝুলীর সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুজ্জামান টিয়া, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব চুন্নু, সাবেক সভাপতি কামরুজ্জামান মানিক, স্বরুপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম, হাকিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারিকুল ইসলাম, হাকিমপুর দাখিল মাদরাসার সভাপতি সহিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগেরর সাধারণ সম্পাদক রশিদুর রহমান, আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার, সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউর রহমান রিন্টু, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, যুবলীগ নেতা মমিনুর রহমান, রাসেল রানা, ছাত্রলীগ নেতা শামীম রেজা, সফিক হায়দার লাবলু, রবিউল ইসলাম রুবেল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম।