‘ইভিএম নিয়ে অনেক সন্দেহ, চাপিয়ে দেয়া ঠিক হবে না’

জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহারের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ইভিএম নিয়ে জনমনে অনেক সন্দেহ, চাপিয়ে দেয়া ঠিক হবে না।

শনিবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের মানুষ তো টিপসই দিতে পারে না, ইভিএমে টিপ দেবে কিভাবে? এতগুলো আসনে যদি একসঙ্গে ইভিএম হয়, তবে তার সফলতা নিয়ে আমরা নিশ্চিত নই।’

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ আসনের একশটিতে ইভিএম ব্যবহারের একটি ভাবনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। তবে বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বিএনপি সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে ‘ডিজিটাল জালিয়াতির’ আশঙ্কার কথা জানিয়েছে। সরকারের শরিকদের কেউ কেউ জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করছে।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘ইভিএমের ব্যাপারে জনমনে অনেক সন্দেহ রয়েছে। সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ইভিএম জনগণের উপর চাপিয়ে দেয়া ঠিক হবে না।’

তিনি আরও বলেন, আগামী বুধবার জাতীয় পার্টির এক বর্ধিত সভায় এভিএম নিয়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

বিএনপি নির্বাচনে না গেলে আলাদাভাবে নির্বাচনে অংশ নেবেন জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘যদি তারা আসে, তবে অন্যভাবে নির্বাচন করব। চেষ্টা করলে আমরা ক্ষমতায় যেতে পারব। সে অবস্থা সৃষ্টি হয়েছে।’

অনুষ্ঠানে এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন কুড়িগ্রাম সদরের আওয়ামী লীগ নেতা পনির উদ্দিন আহমেদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী তিনি।