যশোরের মণিরামপুর থেকে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরের মণিরামপুর থেকে ১৩০পিচ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে উপজেলার হরিহরনগর ইউনিয়নের তাজপুর গ্রাম থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটক তিন মাদক ব্যবসায়ী হলো তাজপুর গ্রামের কাশেম ময়রা জামাই টুকু মিয়া, একই এলাকার রাসেল ও আব্দুল লতিফ।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাজপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। ওই গ্রামের কাশেম ময়রার জামাই টুকু মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬০ পিচ ইয়াবা জব্দ করা হয়। পরে টুকু মিয়ার দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাসেলকে আটক করা হয়। রাসেলের কাছ থেকেও ৬০ পিচ ইয়াবা জব্দ করা হয়। এরপর আব্দুল লতিফকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০পিচ ইয়াবা জব্দ করা হয়।

তিনি জানান, এ ঘটনায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।