খুলনা-৪ (রূপসা-দীঘলিয়া-তেরখাদা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার তাঁকে নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গত ২৬ আগস্ট খুলনা-৪ (রূপসা-দীঘলিয়া-তেরখাদা) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। একমাত্র প্রার্থী হিসেবে সেদিন মনোনয়নপত্র জমা দেন সালাম মুর্শেদী। সালাম মুর্শেদী ছাড়া এ আসনে মনোনয়নপত্র নিয়েছিলেন জাতীয় পার্টির খানজাহান আলী থানা শাখার সভাপতি এস এম আনিসুর রহমান এবং অবসরপ্রাপ্ত মেজর ডা. শেখ হাবিবুর রহমান। কিন্তু তাঁরা নির্ধারিত দিনে তাঁদের মনোনয়নপত্র জমা দেননি। কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় সালাম মুর্শেদীকে এমপি ঘোষণা করে রিটার্নিং অফিসার।
নির্বাচিত সালাম মুর্শেদীর বাড়ি খুলনার রূপসা উপজেলায়। তিনি বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সভাপতি, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি।