পুলিশের দেওয়া সময়ের মধ্যে শেষ করতে হয়েছে বিএনপির প্রতিবাদ সমাবেশ

বাগেরহাটে পুলিশের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। শনিবার দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে শহরের সরুই সড়কে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনের প্রধান ফটকে বিএনপি ও তার অংগ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে এই প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশ শেষ হতেই দলের নেতাকর্মীরা সবাই দ্রুত কার্যালয় ত্যাগ করেন।

বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিদা আক্তার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম ও ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ প্রমুখ।

এছাড়া প্রতিবাদ সমাবেশে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সম্পাদক এম সাজ্জাদ হোসাইন, আয়ুব আলী মোল্লা বাবু, কাজী সেলিম, মোশারেফ হোসেন মন্টু, সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, শ্রমিকদলের থানা সাধারন সম্পাদক মোজাফ্ফর হোসেন মোজাম, ছাএদলের যুগ্ন –সাধারন সম্পাদক ফয়সাল মোর্শেদ, মাহফুরর রহমান জুয়েল, নিয়ামুল কবির রাহুল সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ।

সমাবেশে নেতারা বলেন, আমাদের দেশমাতা মা বেগম খালেদা জিয়া কারাগারে বন্দ্বি। আমাদের মাকে কারাগারে রেখে এই দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। সারাদেশ আজ কারাগার হয়ে গেছে। তাই দলের নেতাকর্মীদের সেচ্ছায় কারা বন্দ্বি হতে হবে, সেই প্রস্তুতি নিয়ে আগামী দিনে কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানান বক্তারা।