যশোরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

যশোরে জেলা পর্যায়ে ৪৭তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় বালক ফুটবলে সেমিফাইনালে উঠেছে অভয়নগরের মথুরাপুর পুরাখালী মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা সলুয়া মাধ্যমিক বিদ্যালয়, ঝিকরগাছা এম এল হাইস্কুল ও বাঘারপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়। আর বালক হ্যান্ডবল প্রতিযোগিতায় চৌগাছা শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার সদরের হামিদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। হামিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি জবেদ আলী ও জেলা সহকারি শিক্ষা অফিসার রেজাউল ইসলাম। দিনের প্রথমে ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। এতে অভয়নগরের মথুরাপুর পুটখালী মাধ্যমিক বিদ্যালয় ৪-৩ গোলের ব্যবধানে মনিরামপুরের পাঁচাকাটি মাধ্যমিক বিদ্যালয়কে, চৌগাছার সলুয়া মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে সদরের তীরেরহাট শহীদ ইদ্রিস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়কে, ঝিকরগাছা এম এল হাইস্কুল ১-০ গোলের ব্যবধানে কেশবপুরের এম এম মাধ্যমিক বিদ্যালয়কে ও বাঘারপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। আর বালক হ্যান্ডবল প্রতিযোগিতায় চৌগাছা শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় ৮-৪ গোলের ব্যবধানে সদরের মুসলিম একাডেমী পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।