জেনে-বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কারো দ্বারা প্রলুব্দ না হয়ে কোম্পানি সম্পর্কে জেনে-বুঝে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিনিয়োগের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) রজতজয়ন্তী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। খবর ইউএনবি।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন সে প্রতিষ্ঠানের সকল তথ্য সংগ্রহ করবেন। সকল তথ্য জেনে-বুঝে বিনিয়োগ করবেন, কারো দ্বারা প্ররোচিত হবেন না।

ক্ষুদ্র বিনিয়োগকারীদের বেশি লোভ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিনিয়োগ করে কেউ ক্ষতিগ্রস্ত হোক চাই না। বেশি লোভ করবেন না, সীমা রেখে পা ফেলতে হবে, তাহলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না।

তিনি আরো বলন, আপনারা যাই করেন না কেন গালিটা খেতে হয় সরকারের, অথচ এখানে সরকারের কিছু করার নেই বলতে গেলে। তাই জেনে-বুঝে বিনিয়োগ করুন।

এ সময় অন্যদের মধ্যে অর্থমন্ত্রী এএমএ মুহিত, অর্থনৈতিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম এবং বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসাইন বক্তব্য রাখেন। খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম।