যশোরে পূর্ব শত্রুতার জেরধরে মারপিট ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর তিন টায় শহরের রেল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় রাজিব হোসেন (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। রাব্বি নামে এক যুবক বাধাদিতে আসছে দুর্বৃত্তরা তার কম্পিউটারের দোকান ভাংচুর করে। গুরুতর অবস্থায় আহত রাজিবকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রাজিব শহরের শংকরপুর মুরগী ফার্ম এলাকার মসলেম উদ্দিনের ছেলে।
আহত রাজিব জানিয়েছেন, তার সাথে দীর্ধদিন ধরে স্থানীয় সন্ত্রাসী জসিমের সাথে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার দুপুর তিন টার দিকে তিনি ব্যক্তিগত কাজে রেল বাজারের রাব্বির কম্পিটারের দোকানে যান। এ সময় জসিমের নেতৃত্বে ১০-১২ জন রাব্বির দোকানে হামলাকরে রাজিবকে ছুরিকাঘাতে জখম করে। দোকানী রাব্বি বাধা দিতে আসলে হামলাকারীরা তার দোকান ভাংচুর করে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।