ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জ্বালানী মন্ত্রনালয়ের স্টিকার যুক্ত একটি মাইক্রোবাস থেকে ১৮০ কেজি গাজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর থেকে তাদেরকে গাজাসহ আটক করা হয়।
আটককৃত আসামীরা হলেন- কুমিল্লা দ্বেবীদ্বার উপজেলার মোঃ রিপন মিয়া (২৪) কসবার উপজেলার জাকির হোসেন (২০) নরসিংদী রায়পুরা উপজেলার মোঃ গিয়াস উদ্দিন (২২)।
কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মৃণাল দেবনাথ ঘটনার সম্পর্কে নিশ্চিত হয়ে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার একদল পুলিশ উপজেলার কাইমপুর ইউনিয়নের কামালপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ-সময় জ্বালানী মন্ত্রনালয়ের স্টিকার যুক্ত একটি মাইক্রোবাস থেকে ১৮০ কেজি গাজাসহ মোঃ রিপন মিয়া, মোঃ জাকির হোসেন ও মোঃ গিয়াস উদ্দিন কে আটক করা হয়।
তিনি আরো জানান, মাদক ব্যবসায়ীরা তাদের মাদক পাচারের সুবিধার্থে বাংলাদেশ জ্বালানী মন্ত্রনালয়ের স্টিকার যুক্ত মাইক্রোবাসটি ব্যবহার করার চেষ্টা করেছিল। তবে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।