স্বজন সংঘ’র আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

যশোরের মনিরামপুরে স্বেচ্ছাসেবী সংস্থা স্বজন সংঘ’র আয়োজনে গর্ভবতী মায়েদের রক্তের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা এবং বিনামূলে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলার সোহরাব মোড় বাজারে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য তাইজুল ইসলাম মিলনের সভাপতিত্বে গর্ভবতী মায়েদের রক্তের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সিটি প্লাজা কমপ্লেক্সের চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম টিম্বার এর স্বত্বাধিকারী ডাঃ মোঃ সোহরাব হোসেন, মেসার্স সোহেল ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ সেলিমুর রহমান।

sadonপরে একই স্থানে বিনামূলে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইনের উদ্ভোধন করেন এস এম ইয়াকুব আলী। এতে সভাপতিত্ব করেন স্বজন সংঘ’র প্রতিষ্ঠাতা সাধন কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সহকারী সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার নন্দী।

এসময় গর্ভবতী মায়েদের রক্তের প্রয়োজনীয়তা বিষয়ক সচেতনাতা মূলক আলোচনা সভায় স্বজন সংঘ’র প্রতিষ্ঠাতা সাধন কুমার দাস বলেন, সন্তান গর্ভে আসার সাথে সাথে প্রত্যেক বাবা মায়েরা স্বপ্নদেখে তারা তাদের সন্তানের নাম কি রাখবে, কোথায় কোথায় দাওয়াত বা মিষ্টি মুুখ করাতে হবে। কিন্তু আমরা অনেকেই এটা মনে করিনা যে, গর্ভের সন্তান ভুমিষ্ট হওয়ার সময় গর্ভবতী মায়ের রক্তের প্রয়োজন হতে পারে। তাই আমাদের সকলেরই উচিত সন্তান গর্ভে আসার সাথে সাথে সম্ভাব্য রক্তের প্রয়োজন মেটাতে আমাদের মোবাইলে সেভ থাকা বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনের নামের পাশে রক্তের গ্রুপটি লিখে রাখলে এবং তাদের সাথে যোগাযোগ করে আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারি।

এসময় আরো উপস্থিত ছিলেন স্বজন সংঘ’র সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদ হুসাইন, অর্থ সম্পাদক তাপস লাহা, কার্যনির্বাহী সদস্য মোঃ নাজিম হোসেন, স্বজন সংঘ’র সহযোগী সংগঠন ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব স্বজন এর সদস্য কুয়াশা রাহা, ইয়াসির আরাফাত শুভ, উম্মে হাবিবা সেতু, নিঝুম, শুচি, সাগর, কনোজ, সবুজ, অমিত, গৌরাঙ্গসহ আরো অনেকে।