আমীর খসরু গেলেন আমেরিকা, সিঙ্গাপুরে যাচ্ছেন ড. কামাল

শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন। ২৬ সেপ্টেম্বর দিনগত রাত ২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে রওনা হবেন। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাতে ড. কামাল হোসেন নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান।

ড. কামাল হোসেন বলেন, ‘আমার শারিরীক অসুস্থতার কারণে আমি সিঙ্গাপুর যাচ্ছি। দেশে ফিরবো ৬ বা ৭ অক্টোবর। ৬ অক্টোবর ফেরার সম্ভাবনা বেশি।’

উল্লেখ্য, মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আমেরিকা সফরে গেছেন। মঙ্গলবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। বিএনপির নিভর্রযোগ্য একটি সূত্র মঙ্গলবার রাতে এ তথ্য জানান। সূত্রের দাবি, অন্তত একসপ্তাহ পর দেশে ফিরবেন আমীর খসরু।