‘জাতীয় নির্বাচনে অনিয়ম হলে কোনো ছাড় নয়’

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে যে কটি স্থানীয় নির্বাচন হয়েছে তার একটাও সুষ্ঠু হয়নি দাবি করে যুক্তফ্রন্টের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনেও যদি তারা এমন করার চেষ্টা করে তাহলে কোনো ছাড় দেয়া হবে না।’

শুক্রবার দুপুরে মতিঝিলে নির্মাণ শ্রমিক পরিষদ নামের একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি একথা বলেন।

সরকার স্বেচ্ছাচারি আচরণ করছে উল্লেখ করে বি চৌধুরী বলেন, ‘জনগণ সাথে থাকলে কারও স্বেচ্ছাচারি হওয়ার সুযোগ নেই।’

‘বিএনপির সঙ্গে ঐক্য হয়েছে, জামায়াতের সঙ্গে নয়’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, স্বাধীনতা বিরোধী দল জামায়াতের সঙ্গে কোনও ঐক্য হবে না। বৃহত্তম দল বিএনপির সাথে ঐক্য হয়েছে।’

বিএনপির সঙ্গে ঐক্য নিয়ে কোনো রকম বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান একসময় আওয়ামী রাজনীতিতে যুক্ত থাকা এ রাজনীতিক।

‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ নামে একটি সংগঠনের ব্যানারে সরকারবিরোধী বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছেন ড. কামাল হোসেন ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী।

জাসদের একটি অংশের আ স ম আব্দুর রব এবং নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাও রয়েছেন সঙ্গে। বৃহত্তর ঐক্য করার ব্যাপারে সেই জোটটি নিয়ে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিরও চেষ্টা রয়েছে।

ঐক্যের লক্ষ্যে ২২ সেপ্টেম্বর ড. কামাল হেসেনের নেতৃত্বে ঢাকায় প্রথম প্রকাশ্য সমাবেশে বিএনপির সিনিয়র নেতারাও যোগ দিয়েছিলেন।

সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতেই জাতীয় ঐক্য করা হয়েছে দাবি করে মান্না আরও বলেন, ‘মন্ত্রীত্বের জন্য নয়, ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন যেন না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’