২ হাজার পদ বাড়লো ইসিতে

সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ‍নির্বাচন কমিশনে (ইসি) দুই হাজার পদ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এসব পদে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই নিয়োগ দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

নির্বাচন কমিশনে নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার এবং পুনর্বিন্যাস ও দক্ষতা উন্নয়ন কমিটির প্রধান মাহবুব তালুকদার আরও জানান, বুধবার (৩ অক্টোবর) কমিশনের কয়েকটি পদে ৭৫ জন কর্মকর্তাকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এই নির্বাচন কমিশনার জানান, কমিটির পক্ষ থেকে তারা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে (চতুর্থ গ্রেড) ৯ জন, উপ-সচিব পদে (পঞ্চম গ্রেড) ২৯ জন ও সিনিয়র সহকারী সচিব পদে (ষষ্ঠ গ্রেড) ৩৭ জনকে পদোন্নতির ‍সুপারিশ করা হয়েছে।

নতুন পদ সৃষ্টির বিষয়ে তিনি বলেন, ‘কমিশনে বর্তমানে জনবল তিন হাজার। এখানে আরও ২ হাজার জনবল যুক্ত হলে কমিশন আরও দক্ষ ও শক্তিশালী হবে।’