ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৯ যাত্রী আহত

ঝিনাইদহের দ্রুতগামী রুপসা পরিবহনের ধাক্কায় স্যালোইঞ্চিন চালিত আলমসাধুর ৯ যাত্রী গুরুতর আহত হয়েছে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়কের দোকানঘর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদেও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তি করা হয়েছে।

আহতরা হলেন, আগমুন্দিয়া গ্রামের সজিব (২০),খামারইল গ্রামের তুহিন (৩৭), আগমুন্দিয়া গ্রামের উজ্জল (৩০), সানবান্দা গ্রামের মেহেদী (২২), ভাটাডাঙ্গা গ্রামের আশিক (১৮),কালুখালী গ্রামের হাকিম (২৬), বড়রায়গ্রামের ইয়ানুল (১০), নিয়ামতপুর গ্রামে আশাদুর (৫০) ও বাবরা গ্রামের আরাফাত হোসেন ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ থেকে ৯ জন যাত্রী নিয়ে একটি আলম সাধু ঝিনাইদহ যাচ্ছিল। পথিমধ্যে দোকানঘর নামক স্থানে পেছন থেকে দ্রুতগামীর একটি রুপসা পরিবহন আলমসাধুকে ধাক্কা দিলে ৮ যাত্রী গুরুতর আহত হয়। তাদেও স্থাণীয়রা উদ্ধার কওে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।