বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই মামলা : ফখরুল

বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে সরকার চেষ্টা চালাচ্ছে বলে অভি‌যোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে বিএনপি যাতে নির্বাচনে যেতে না পারে। যা আরেকটি ভোটারবিহীন নির্বাচনের কূটকৌশল।

শনিবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। বিএনপি সাত দফা দাবি দিয়েছে। এসব দাবি মেনে নেওয়া হলে তবেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘জনগণের ভোটের অধিকার হরণ করে, জনগণের মৌলিক অধিকার হরণ করে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র কখনো নির্মাণ করা সম্ভব নয়। একইসঙ্গে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় না, এই ধরনের নির্বাচন হলে কখনই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা সম্ভব না।’

এ সময় মির্জা ফখরুল দলের নেতাকর্মীদের নামে ‘গায়েবি মামলার’ একটি তালিকাও তুলে ধরেন। তিনি দাবি করেন, ‘গত ১ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত গায়েবি মামলা দেওয়া হয়েছে চার হাজার ১৪৯টি। নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ৮৬ হাজার ৬৯২ জনকে। এ ছাড়া দুই লাখ ৭৬ হাজার ২৭৭ জনকে অজ্ঞাত আসামি করা হ‌য়ে‌ছে। এই সময়ে গ্রেপ্তার করা হয়েছে চার হাজার ৬৮৪ জনকে। আর রিমান্ডে নেওয়া হয়েছে ২৪৭ জনকে।

‘এ ছাড়া ২০০৯ সাল থেকে এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৯০ হাজার ৩৪০টি মামলায় ২৫ লাখ ৭০ হাজার ৫৪৭ জনকে আসামি করা হয়েছে। মোট হত্যার সংখ্যা এক হাজার ৫১২ জন, এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা বিএনপির নেতাকর্মীর হত্যার সংখ্যা ৭৮২ জন।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘২০০৯ সাল থেকে এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দলের মোট এক হাজার ২০৪ জন গুম হয়েছেন। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে ৭৮১ জন, এবং বিএনপির গুম ছিল ৪২৩ জন। বর্তমানে বিএনপি নেতাকর্মীদের মোট গুমের সংখ্যা ৭২ জন। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুরুতর জখম বা আহত হয়েছেন ১০ হাজার ১২৬ জন।’

‘এসব করা হয়েছে শুধু বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে’, যোগ করেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপিকে বাইরে রেখে নির্বাচন করতে সব আয়োজন করা হয়েছে। সমস্ত গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে।

সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ব্যা‌রিস্টার মওদুদ আহ‌মদ, মির্জা আব্বাস, গ‌য়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আমান উল্লাহ আমান, বিএন‌পির জ্যেষ্ঠ যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী, আইনবিষয়ক সম্পাদক ব্যা‌রিস্টার কায়সার কামাল প্রমুখ।