দেশে ফিরেছেন ড. কামাল

দেশে ফিরেছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।শনিবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে স্ত্রী হামিদা হোসেনের সঙ্গে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

গণফোরামের কার্যকরি সভাপতি সুব্রত চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর চিকিৎসার জন্য প্রবীণ এই আইনজীবী থাইল্যান্ডের ব্যাংকক যান।

সে সময়ে গণফোরামের সাংগঠনিক সম্পাদক ও ঐক্য প্রক্রিয়ার নেতা মোস্তাক আহমেদ সাংবাদিকদের জানান, হাঁটুর চিকিৎসার জন্য স্ত্রী হামিদা হোসেনকে নিয়ে ড. কামাল হোসেন ব্যাংকক গেছেন। ৬ বা ৭ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

ড. কামাল হোসেন ব্যাংকক যাওয়ার পর জাতীয় ঐক্য প্রক্রিয়ার কার্যক্রমে ধীরগতি দেখা দেয়। এ নিয়ে সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে।

তবে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত নেতারা জানান, ড. কামাল হোসেন দেশে ফেরার পর কর্মসূচি নিয়ে নেতাকর্মীরা সরব হবেন।

জানা গেছে, দু’একদিনের মধ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের বৈঠক হবে। এরপরই বিএনপির সঙ্গে বৃহত্তর ঐক্য গঠনের আলোচনা শুরু হবে।