শেখ হাসিনা শহর ও মফস্বল শিক্ষার বৈষম্য দূর করেছেন: এমপি মনির

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর একযোগে ৩৬ হাজার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে ছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা বিদ্যানন্দিনী শেখ হাসিনা এর ধারাবাহিকতায় এবার সারাদেশে হাইস্কুল ও কলেজ সরকারিকরণ করে শহর ও মফস্বল শিক্ষার বৈষম্য দূর করেছেন।

চৌগাছা ডিগ্রী কলেজ সরকারিকরণ উপলক্ষে রোববার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে সাংসদের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে চৌগাছার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সংবর্ধনা অনুষ্ঠান এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় এমপি মনির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই সারাদেশের শিক্ষা ব্যবস্থার এতো উন্নতি হচ্ছে। সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা সম্মানজনক অবস্থানে নেওয়া হয়েছে। সরকার দেশে এ বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৩৫ কোটি বই বিতরণ করেছে।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলমের সভাপতিত্বে সংসদ সদস্যের সহধর্মিণী ফারদিনা ইসলাম এ্যানি, যশোর এডিসি জেনারেল হুসাইন শওকত, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সাবেক সভাপতি শাহজান কবির, ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, পৌরমেয়র আল-মামুন-হিমেল, জেলা পরিষদ সদস্য তৌহিদ দেওয়ান, অধ্যক্ষ মোস্তানিছুর রহমান।

উপস্থিত ছিলেন, দাতা সদস্য মহাসিন উল্লাহ, অধ্যক্ষ রেজাউল ইসলাম, আবু জাফর, শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, আজিজুর রহমান, সিরাজুল ইসলাম, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম মিয়া, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, সিংহঝুলীর সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী কামরুন্নাহার শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জিয়াউর রহমান রিন্টু প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম এবং পরিচালনা করেন প্রভাষক মনিরুল ইসলাম।