তরিকুল ইসলামের কারামুক্তি দিবসে যশোরে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ১১তম কারামুক্তি দিবস উপলক্ষে যশোরে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে- যশোরের শার্শা, ঝিকরগাছা, চৌগাছা, মনিরামপুর, নওয়াপাড়া উপজেলাসহ উপশহর, চাঁচড়া, ইছালী, লেবুতলা, আরবপুর, বসুন্দিয়া, কচুয়া, দেয়াড়া, রামনগর, ফতেপুর, নরেন্দ্রপুর ইউনিয়নসহ জেলার প্রায় শতাধিক স্থানে দোয়া মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। দোয়া মাহফিলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জননেতা তরিকুল ইসলামের সুস্থতা কামনা করা হয়।

উল্লেখ্য, বিগত ১/১১-এর অনির্বাচিত মঈনউদ্দিন-ফখরুদ্দিন সরকারের আমলে দেশে জরুরি অবস্থা জারির পর যখন দেশে শীর্ষ রাজনীতিকদের গ্রেফতারের অভিযান শুরু হয়, তখন ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি তরিকুল ইসলাম যশোর শহরের ঘোপ এলাকার নিজ বাসভবনে যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। অত্মসমর্পণের পরদিন তাকে যশোর কোতয়ালী মডেল থানায় নিয়ে যাওয়া হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। এক বছর আট মাস দু’দিন কারাবাসের পর ২০০৮ সালের এই দিনে (৭ অক্টোবর) তিনি জামিনে মুক্তিলাভ করেন।