খুলনার রূপসা বাঁধ এলাকা থেকে বিদেশি আগ্নয়াস্ত্র ও গুলিসহ তিন জনকে গ্রফতার করা হয়েছে। পুলিশ দাবি করেছে, তারা অস্ত্র ব্যবসায়ী।
র্যাব-৬ এর লে. কমান্ডার এএমএম জাহিদুল কবীর জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ১২ অক্টোবর বিকাল ৫টায় মহানগরীর রূপসা ওয়াপদা বেড়িবাঁধ রাড¯ আজমির নেভিগশন ডকিং ইয়ার্ড সংলগ্ন এলাকা থেকে তিন জনকে আটক করা হয়। তারা হচ্ছে মো. সাঈদ হাসন (৩৩), বাবু বিশ্বাস (৩১), মো. আরিফ হাসান মৃধা (২৫)। তাদের কাছ থেকে ৯ এমএম বিদেশি পিস্তল ১টি, বিদেশি রিভলবার ১টি এবং তাজা গুলি ১ রাউন্ড পাওয়া যায়। তারা অস্ত্র কেনাবেচা করছিল।’