ভুল নম্বরে প্রেম, বৃদ্ধার সঙ্গে কিশোরের বিয়ে

একজনকে মোবাইলে কল দিতে গিয়ে ভুল নম্বরে কল দেন ভারতের আসামের ১৫ বছরের এক কিশোর। এরপর সেই নম্বরের মালিকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিশোরের। পরে দেখা করতে গেলে ৬০ বছরের ওই বৃদ্ধার সঙ্গেই জোর করে বিয়ে দেয়া হয় ওই কিশোরকে।

ঘটনা সম্পর্কে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এক মাস মোবাইলে প্রেম করার পর প্রেমিকার সঙ্গে দেখা করতে যায় ছেলেটি। তবে তার আগে তাকে শর্ত দেয়া হয়েছিল যে, দেখা করতে গেলে তাকে বিয়ে করতে হবে। এরপর ছেলেটি প্রেমিকার বাড়িতে গিয়ে দেখেন যে তার প্রেমিকা বৃদ্ধা। পরে পালানোর চেষ্টা করলেও কনেপক্ষ জোর করে বিয়ে দিয়েছে।

বউ নিয়েই বাড়ি ফিরেছে ওই কিশোর। বউয়ের বয়স শাশুড়ির থেকেও বেশ কয়েক বছর বেশি! নতুন বউমার দাবি, কাজি বিয়ে দিয়েছেন। স্বামীর ঘরেই সে থাকবে। ঘটনা জানাজানির পর আশপাশের গ্রামের লোক ‘নতুন বৌ’ দেখতে আসছে। বাড়ি থেকে পালিয়ে গেছে ওই কিশোর।