বাঘারপাড়ার দরাজহাটে ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরের বাঘারপাড়ার দরাজহাট গ্রামের দুইশ বছরের ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলায় চাম্পিয়ান হয়েছে চাড়াভিটা হা-ডু-ডু একাদশ। মঙ্গলবার দিনব্যাপি আয়োজিত এ খেলা দরাজহাট পালপাড়া সংলগ্ন আমবাগান মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে রার্নারআপ হয় ঠাকুরকাঠি হা-ডু-ডু একাদশ।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আজগার আলী, বাঘারপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আব্দুর রউফ মোল্লা, বাঘারপাড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেুখ ওহদিুজ্জামান, দরাজহাট ইউনয়িন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাকির হোসনে, দরাজহাট ইউনয়িন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জালাল উদ্দিন মোল্লা, ইউপি সদস্য সামছু মেম্বর। সভাপতত্বি করেন আওয়ামী লীগ নেতা লুৎফর মোল্লা।

খেলায় মোট আটটি দল অংশহহণ করে। বিপুল সংখ্যক দর্শক দিনব্যাপী এই আয়োজন উপভোগ করনে। সার্বিক সহযোগতিায় ছিলেন দরাজহাট ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসনে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মোল্লা।