নাভারণে বিজিবি ও চোরাচালানী সংঘর্ষ, গুলি বর্ষণ

jessore map

যশোরের শার্শা উপজেলার নাভারণ রেস্টেশনে চোরাচালানী ও বিজিবি সদস্যদের মধ্যে চোরাচালানী পন্য উদ্ধার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০ টার সময় এ ঘটনায় চোরাকারবারীরা বেপরোয়াভাবে বিজিবি সদস্যদের উপর পাথর নিক্ষেপ করলে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি বর্ষণ করে।

সংঘর্ষ চলাকালে নেয়ামুল হক নামে এক বিজিবি সদস্য ও একজন চোরাকারবারী আহত হয়। বিজিবির গুলিবর্ষণে চোরাচালানীরা পালিয়ে যেতে বাধ্য হয়। বিজিবি ঘটনাস্থল থেকে বিপুল পরিমান ভারতীয় শাড়ি, জরদা ও আতশবাজি উদ্ধার করে।

স্থানীয় একটি সুত্র জানায়, বিজিবি সদস্যরা চোরাচালানী পন্য উদ্ধার করতে গেলে বিজিবির সাথে চোরাচালানীদের সংঘর্ষ হয়। তখন বিজিবি সদস্যদের লক্ষ করে চোরাচালানীরা পাথর নিক্ষেপ করলে নেয়ামুল নামে একজন বিজিবি সদস্য আহত হয়। আহত হয় একজন চোরাচালানী সদস্য। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।

৪৯ বিজিবির লে, কর্নেল আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।