আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন. বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার মনের মানুষ। এজন্য জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের প্রস্তাব মেনে নিয়েছেন। তবে তাদের মনে রাখতে হবে, নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে, সংলাপও হতে পারে। তবে সংবিধান লঙ্ঘন করা যাবে না। আওয়ামী লীগও সংবিধানের বাইরে যাবে না। সংবিধান অনুয়াযী অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। এর কোন বিকল্প নেই।
মঙ্গলবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর দুর্গম চর মেছড়া ইউনিয়নে নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন শেষে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি-জামায়াতের সমালোচনা করে মোহাম্মদ নাসিম আরও বলেন, নির্বাচনে বাংলার জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যারা বাংলা ভাই সৃষ্টি করেছিলো, জঙ্গি উত্থান ঘটিয়েছিলো, হাওয়া ভবন প্রতিষ্ঠা করেছিলো, এদেশের জনগণ তাদের আর ভোট দেবে না।
সভার আগে মেছড়ার চরে তিনটি হেলথ কমিউিনিটি ক্লিনিকের নব নির্মিত ভবন এবং শহীদ এম মনসুর আলীর নামে বাস্তবায়িত একটি পাকা সড়ক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা থেকে একটি বেসরকারি হেলিকপ্টারে প্রথমে যান জেলার শাহজাদপুরে। সেখানে তিনি শাহজাদপুর উপজেলার শক্তিপুর ১০ শয্যা বিশিস্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন এবং ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে তিনি রবীন্দ্র কাচারী বাড়িতে এক সুধী সমাবেশে যোগ দেন। শাহজাদপুরে মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রায় অর্ধশত তোরণ নির্মাণ করা হয়েছিল।