চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর নামকস্থানে সড়ক পার হতে গিয়ে দ্রুতগামী সিএনজির ধাক্কায় জাহানারা খাতুন (৫০) নামে মহিলার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা- জীবননগর সড়কের সন্তোষপুর নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত জাহানারা খাতুন সদর উপজেলার ছোটসলুয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জাহানারা খাতুন সন্তোষপুর প্রধান সড়ক অতিক্রম (পার হচ্ছিলো) করছিলো। এমন সময় চুয়াডাঙ্গা থেকে জীবননগরমুখী দ্রুতগামী একটি সিএনজি তাকে ধাক্কা দিলে তিনি সড়কের উপর ছিটকে পড়ে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত জাহানারা খাতুন সদর উপজেলার ছোটসলুয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। ঘাতক সিএনজিসহ চালককে আটকের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।