সংলাপে নির্বাচন পেছানোর দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট

আওয়ামী লীগের সঙ্গে সংলাপে একাদশ জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সংলাপে তারা এ প্রস্তাব তুললেও ক্ষমতাসীনরা তাতে সায় দেননি। সংলাপে অংশ নেওয়া একজন নেতা এ কথা জানান।

জানতে চাইলে ফ্রন্টের নেতা আবদুল মালেক রতন বলেন, আমরা বলেছি যে সময় আছে তাতে নির্বাচন করার যাবে না। সময় দরকার। কিন্তু তারা কোনও উত্তর দেননি।

পরে ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেনের বাসায় সংলাপ পরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন, আমরা নির্বাচনের তফসিল পেছানোর ব্যাপারে প্রধানমন্ত্রীকে বলেছি। তিনি বলেছেন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। এ সংলাপ নিয়ে তিনি সন্তুষ্ট নন বলেও সংবাদ সম্মেলনে জানান।