ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সন্ধ্যায় সংলাপে বসছে বিকল্পধারা নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপের পরদিন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বসবেন সরকারপ্রধান।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংলাপে বিকল্প ধারা বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেবেন একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ জোটের বেশ কয়েকজন নেতা। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংলাপে সংবিধান সম্মত সব বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে যোগ দেয়ার আহ্বান জানিয়ে গত মঙ্গলবার বিকালে বি. চৌধুরীর দলের পক্ষ থেকে শেখ হাসিনার কাছে চিঠি দেয়া হয়। আর রাতেই প্রধানমন্ত্রী পাল্টা চিঠিতে বি. চৌধুরীকে সংলাপে আমন্ত্রণ জানান। চিঠিতে প্রধানমন্ত্রী জানান, ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংবিধানসম্মত সকল বিষয়ে আলোচনার জন্য তার দ্বার উন্মুক্ত আছে।
গতকাল যুক্তফ্রন্টের এক অনুষ্ঠানে বদরুদ্দোজা চৌধুরী জানান, সংলাপে দেশ ও মানুষের অধিকার আদায়ের দাবি তুলে ধরা হবে।