তরিকুল ইসলামের মৃত্যুতে কামাল হোসেনের শোক

toriqul islam

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেন কামাল হোসেন।

বার্তায় বলা হয়, জাতীয় ঐক্যফ্রন্টের বিশিষ্ট নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্ষীয়ান জননেতা, প্রগতিশীল রাজনৈতিক, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুতে ড. কামাল হোসেন গভীর শোক প্রকাশ করেন।

বার্তায় সাক্ষর করেন, জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য মোস্তাক আহমেদ।

উল্লেখ্য, তরিকুল ইসলাম রোববার বিকাল ৫টা ৫ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান।