এখন অবসরে গেলেও অতৃপ্তি থাকবে না : ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘আজ আমি অনেক সৌভাগ্যবান। আমার আর কোনো চিন্তা নেই।’

জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের ঘোষণা শেষে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সোমবার দুপুরে মতিঝিলের চেম্বারে শুভেচ্ছা বিনিময় করতে গেলে ড. কামাল হোসেন এ মন্তব্য করেন।

ড. কামাল হোসেন বলেন, ‘এমন একজন বীর মুক্তিযোদ্ধা জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন, ঝুঁকি নিয়েছেন। এখন আমার আর কোনো চিন্তা নেই। বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ায় আমরা খুবই গর্বিত। আমি এখন অবসরে চলে গেলেও আমার আর কোনো অতৃপ্তি থাকবে না।’

এর আগে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার ঘোষণা দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সোমবার দুপুরে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের সঙ্গেও একাত্মতা প্রকাশ করেন তিনি।

এদিকে কাদের সিদ্দিকীকে উদ্দেশ করে সংবাদ সম্মেলনে উপস্থিত জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘আমরা দুই ভাই লড়াইয়ে জিতব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও মোহাম্মদ শাহজাহান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, ঐক্যফ্রন্টের নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, মফিজুল ইসলাম কামাল প্রমুখ।

গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ ঘটে, যেখানে গণফোরাম, বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য ও জাতীয় ঐক্য প্রক্রিয়া এক পতাকাতলে জোটবদ্ধ হয়। আজ কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ ঐক্যফ্রন্টে যোগ দিল।