প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির গায়েবি মামলার তালিকা

bnp logo

প্রথম দফা সংলাপে বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে মামলার তালিকা চেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দ্বিতীয় দফা সংলাপে সেই তালিকা জমা দিলো বিএনপি। এর আগে গত ১ নভেম্বর প্রথম দফা সংলাপ অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গায়েবি মামলার এই তালিকা জমা দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

mamlaবিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, অ্যাভোকেট শরিফুল ইসলাম মিলন এ তালিকা পৌঁছে দেন।

প্রথম দফা সংলাপে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, গায়েবি মামলার তালিকা পেলে তিনি ব্যবস্থা নেবেন। সেই অনুযায়ী আজ দেশব্যাপী নেতাকর্মীদের নামে করা মামলার তালিকা জমা দেয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা আবদুল হামিদ এই তালিকা গ্রহণ করেছেন বলে জানান শায়রুল কবির খান।

তাইফুল ইসলাম টিপু বলেন, ৫ হাজারের বেশি গায়েবি মামলার মধ্যে ১০৪৬টি মামলার তালিকা দেয়া হযেছে। দুই-এক দিনের মধ্যে বাকি তালিকা জমা দেয়া হবে বলেও জানান তিনি।