আগামীকাল শুক্রবার নির্বাচনকালীন সরকার গঠন করা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারে নতুন কেউ অন্তর্ভুক্ত হবে না। আর টেকনোক্র্যাট চার মন্ত্রীর পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়নি। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করলে তারা মন্ত্রিসভা থেকে বাদ পড়বেন।