অভয়নগরে ট্রেনে কাটা পড়ে ভ্যানচালকের মৃত্যু

jessore map

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে আশরাফুল ইসলাম (৪৫) নামের একজন ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাতটার সময় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান- সকাল সাতটার সময় ভ্যানচালক আশরাফুল ইসলাম গুয়াখোলার বর্ণমালা স্কুলের সামনে রেললাইন পার হওয়ার সময় বেনাপোলগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত আশরাফুল বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চাঁদ মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি নওয়াপাড়ার গুয়াখোলা এলাকায় বসবাস করে আসছিলেন।