‘সরকার নিজে এই পরিবেশটা নষ্ট করেছে’

mirza fokrul
ফাইল ছবি

নয়াপল্টনে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় সরকারকেই দায়ী করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সরকার নিজে এই পরিবেশটা নষ্ট করেছে।’

বুধবার বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার নিজে এই পরিবেশটাকে নষ্ট করছে। দুর্ভাগ্যজনকভাবে আজকে বিএনপির কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীদের ওপরে অন্যায়ভাবে পুলিশ আক্রমণ করেছে। যেটা একটা সুষ্ঠু নির্বাচনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে যথেষ্ট। এতে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য আহ্বান জানাচ্ছি।’

এর আগে দুপুর ১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রির সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের গুলি, কাঁদানে গ্যাসের শেল ও লাঠিপেটায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। এ ছাড়া পাল্টা হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। ওই সময় পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।