হামলাকারীদের শনাক্ত করা হয়েছে: ডিএমপি কমিশনার

asadujaman meia dmp
পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। ছবি সংগৃহীত

বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে সংঘর্ষে পুলিশের ওপর হামলাকারীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমশনার আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে ডিএমপি কার্যালয়ে তিনি বলেন, ‘হামলাকারী সবাই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী।’

ডিএমপি কমিশনার বলেন, ‘এই হামলায় আমাদের পাঁচজন অফিসারসহ ২৩ জন আহত হয়েছেন। তারা সবাই বর্তমানে চিকৎসাধীন রয়েছে। তাদেরকে লাঠি দিয়ে বাঁশ দিয়ে ও ইট পাটকেল ছুড়ে আহত করা হয়েছে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এটি পুলিশের ওপর শুধু হামলা নয়, বড় ধরনের অঘটন ঘটানোর একটি পরিকল্পনা ছিল বলে আমরা আশঙ্কা করছি। এই ঘটনায় ইতোমধ্যে মামলা নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে চিহ্নিত করে ৬০ জনের মতো গ্রেফতার করা হয়েছে।’

নিরপেক্ষ তদন্তের জন্য, মহানগর গোয়েন্দা পুলিশ ও মতিঝিল ক্রাইম ডিভিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে পুলিশের গাড়িতে আগুন দেওয়া যুবকের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপি মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মিশু বিশ্বাস জানান, যুবকের নাম শাহজালাল খন্দকার। সে পল্টন থানা ছাত্রদলের সদস্য।