হরিণাকুন্ডুতে নসিমন চালকের গলাকাটা লাশ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ফলসী গ্রামের মাঠ থেকে বুলবুল আহমেদ মিলন (৩৫) নামের এক নসিমন চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ফলসী গ্রামের মাঠের তোতা মিয়ার ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মিলন হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের আজিজুর রহমান মনার ছেলে। বর্তমানে সে সদর উপজেলার গাগান্না গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করছিল।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, সকালে ধানক্ষেতে গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুর্বৃত্তরা অন্য কোন স্থান থেকে ধরে এনে গলা কেটে হত্যার পর ঘটনা স্থলে ফেলে রেখে গেছে বলে ধারনা পুলিশের।