চৌগাছায় কলেজ ছাত্রদলের সদস্য ফরম বিতরণ

যশোরের চৌগাছায় ছাত্রদলের সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে সরকারি কলেজ ও তরিকুল ইসলাম পৌর কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে সদস্য ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এ কার্যক্রম চলে।

দিনব্যাপী এই সদস্য ফরম বিতরণ কার্যক্রমকে ঘিরে ছাত্রদল কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নতুন প্রজন্মকে রাজনীতিতে সম্পৃক্ত করতে এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এই সদস্য সংগ্রহ কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন নেতাকর্মীরা।

এ সময় যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাছির উদ্দীন ও জুয়েল হোসেন, সহ-সাধারণ সম্পাদক অন্য আহমেদ আল-আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম রাফা, সদস্য ইব্রাহিম হাসান শুভ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাকিম রেজা, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাকিব হাসান, সরকারি কলেজ ছাত্রদল নেতা আবির হোসেন ও রিফাত হোসেনসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতারা জানান, বিএনপির আন্দোলন-সংগ্রামে ভবিষ্যতে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম নতুন নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই এই সদস্য সংগ্রহ কর্মসূচি চালানো হচ্ছে। নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ আরও কলেজ ও ইউনিট পর্যায়ে বিস্তৃত করা হবে।

এসময় তারা ছাত্রসমাজের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের কাণ্ডারি। শিক্ষার পাশাপাশি দেশ ও গণতন্ত্র রক্ষায় ছাত্র রাজনীতিতে যুক্ত হওয়াও সময়ের দাবি।”