আগামীকাল সোমবার থেকে কাজে যোগ না দিলে গার্মেন্ট শ্রমিকদের কোনো বেতন দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক মালিকদের সংগঠন (বিজিএমইএ)।
রোববার রাজধানীতে গার্মেন্ট শ্রমিকদের চলমান বিক্ষোভ নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মালিক সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান। বার্তাসংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।
গার্মেন্ট শ্রমিকদের উদ্দেশে সিদ্দিকুর রহমান বলেন, ‘আগামীকাল (সোমবার) থেকে যদি আপনারা কাজে যোগ না দেন, তাহলে আপনাদের কোনো মজুরি প্রদান করা হবে না। আমরা কারখানা বন্ধ করে দিতে বাধ্য হব।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে স্থানীয় ও বিদেশের কিছু স্বার্থান্বেষী মহল আমাদের পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র করছে, যাতে আমরা বিশ্ব বাজারে এগিয়ে যেতে না পারি।’
এসব ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের জন্য একটি ঘণ্টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোশাক খাত দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এই খাতে শান্তি আনার জন্য সরকারের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি।’
টঙ্গির এক কারখানার মালিক মো. ইকবাল হোসেন জানান, চলমান শ্রমিক আন্দোলনে তাঁর প্রতিদিন ৪০ লাখ টাকার ক্ষতি হচ্ছে।
সংবাদ সম্মেলনে এফবিসিসিআইর সভাপতি শফিকুল আলম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।