বেনাপোল স্থল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে কাস্টম হাউসে আমদানিকৃত পণ্য পরীক্ষণের জন্য ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে ল্যাবরেটরি উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে কাস্টম হাউস অডিটরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান।
এ সময় বক্তব্য দেন- কাস্টম হাউসের জয়েন্ট কমিশনার মোছা. শাকিলা পারভীন, জয়েন্ট কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, ডেপুটি কমিশনার পারভেজ রেজা চৌধুরী, বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, বাংলাদেশ ভারত স্থল বন্দর চেম্বার অব কমার্সের চেয়ারম্যান মতিয়ার রহমান, আব্দুল লতিফ, সাংবাদিক জামাল হোসেন, শাহজাহান সবুজ, জিএম আশরাফ,শেখ কাজিম উদ্দিন, আনিছুর রহমান, রাশেদুর রহমান রাশু, আজিজুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে তিনি বেনাপোল চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশন সহ বন্দরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেন।