ইয়াং টাইগার অনুর্দ্ধ-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৮-১৯ এর খুলনা বিভাগীয় অঞ্চলের বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে কোচ ‘গৌতম দত্ত’র নেতৃত্বাধীন যশোর জেলা দল।
শুক্রবার যশোর শামস উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় ফাইনাল ম্যাচে যশোর জেলা দল ৯ উইকেটে কুষ্টিয়া জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টসে জয়ী হয়ে কুষ্টিয়া জেলার অধিনায়ক রোহন ব্যাট হাতে ওপেনিং এ মাঠে নামে এরপর কুষ্টিয়া জেলা দল ৩৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করে। তাদের ব্যাটস ম্যান জোবায়ের লাইফ পেয়ে সর্বোচ্চ ১৬ রান করে। এছাড়া কোন ব্যাটসম্যান দু’অঙ্কের কোঠাও ছুঁতে পারেনি। অতিরিক্ত থেকে আসে ২১ রান। যশোর দলের জিসান তার ঘুর্ণি বলে ৮ ওভারে ৭ রান খরচায় ৩টি উইকেট নেয়। এছাড়া তার সতীর্থ অপূর্ব ১০ ওভারে ১৪ রানে ৩টি উইকেট দখল করে। রিপন ও আজিজুল হাকিম তামিম পায় ২টি করে উইকেট।
জবাবে ব্যাট হাতে মাঠে নেমে যশোর জেলা দল ১ উইকেট হারিয়ে ২৮.৪ ওভারে ৮২ রান সংগ্রহ করে। যশোরের আজিজুল হাকিম তামিম ৯০ বলে ৪১ রান করেন। এছাড়া ইয়াছিন আরাফাত ২৩, অভিক ঘোষ ৮ রান করে। অতিরিক্ত থেকে আসে আরো ১০ রান।
যশোরের ইায়াছির আরাফাত নিজের ভুলে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। যশোরের আজিজুল হাকিম তামিম ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী যশোর জেলা দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম আক্তারুজ্জামান, ক্রিকেট পরিষদের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো, বাংলাদেশ আম্পায়ার এন্ড স্কোরার এ্যাসোসিয়েশনের যশোর জেলা সভাপতি খায়রুজ্জামান বাবু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক পার্থ প্রতীম দেবনাথ রতি, বিসিবির ক্রিকেট হান্টার আজিমুল হক, সাবেক ক্রিকেট খেলোয়াড় সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।