মনিরামপুরে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

monirampur jessore map

যশোরের মণিরামপুর উপজেলায় এক যুবকের (৩২) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের সাহাপুর গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও একটি ত্রিশুল উদ্ধার করা হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সাহাপুর মাঠ থেকে অজ্ঞাত ওই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বেলা ১২টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘রাজগঞ্জের সাহাপুর ও পার্শ্ববর্তী জামতলা এলাকায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, রাতে ডাকাতির সময় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে সে নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশি পাইপগান ও একটি ত্রিশুল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।