যশোরের মণিরামপুরে অগ্নিদগ্ধ বৃদ্ধা আঞ্জুয়ারা বেগমের (৮৫) মৃত্যু হয়েছে। শনিবার সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মণিরামপুরের মাহমুদাকাঠি গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।
মৃতের মেয়ে সুফিয়া বেগম জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় আঞ্জুয়ারা বেগম নিজ বাড়িতে চুলার পাশে দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিলেন। এ সময় শাড়িতে আগুন লেগে তিনি দগ্ধ হন। প্রথমে তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যমেক হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাত টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান লর্ড জানিয়েছেন, আঞ্জুয়ারার শরীরে ৩৫/৪০ শতাংশ দগ্ধ হয়।
যশোর কোতয়ালী থানার এসআই খবির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আঞ্জুয়ারার মৃত্যুতে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্যে পরিবারের নিকট লাশ বিনা ময়না তদন্তে হস্তন্তার করা হয়েছে।